ফিলিস্থিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় ইমাম-মোয়াজ্জিনের বিক্ষোভ
নওগাঁয় ফিলিস্থিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচী করেছে জেলা ইমাম- মোয়াজ্জিন কল্যাণ সমিতি। আজ শুক্রবার বাদ জুম্মার পর নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ কর্মসূচী পালন করেন তারা।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় ফিলিস্থিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচী করেছে জেলা ইমাম- মোয়াজ্জিন কল্যাণ সমিতি। আজ শুক্রবার বাদ জুম্মার পর নওগাঁ শহরের নওযোয়ান মাঠে এ কর্মসূচী পালন করেন তারা।
এসময় নওগাঁ জেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি আ.ন.ম আকরাম হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গাঁজায় কোন আইন না মেনে দীর্ঘদিন ধরে গণহত্যা ও বর্বরতা চালিয়ে আসছে যা মানবাধিকার লঙ্ঘন। ইসরায়েলের হামলা ও নৃশংসতার তীব্র নিন্দা জানানো হয় এবং আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করা হয়। এসময় ইসরাইলি বিভিন্ন পণ্য বয়কটের ডাক দেয়া হয়। অবিলম্বে গাঁজায় গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা। পরে গাজাবাসীদের নিহতের স্মরণে দোয়া করা হয়।
এর আগে বিভিন্ন এলাকা থেকে ইমাম- মোয়াজ্জিনের ব্যানারে খন্ড খন্ড মিছিল এসে নওযোয়ান মাঠে একত্রিত হোন সর্বস্তরের মানুষ।