নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঝান্ডি উৎসব
ক্ষুদ্র নৃ গোষ্ঠী ওরাওঁ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঝান্ডি উৎসব ও আলোচনা সভা
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় এবারো নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের জারুল্যাপুর গ্রামে শনিবার বিকেলে ক্ষুদ্র নৃ গোষ্ঠী ওরাওঁ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঝান্ডি উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ওরাওঁ সম্প্রদায়ের নৃ্ত্য শিল্পীরা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নৃত্য প্রতিযোগিতার শেষে এ উৎসবের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সুমন কুজুরের সভাপতিত্বে ও রবীন্দ্রনাথ কুজুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা জনাব কল্যাণী মিনজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ও বাংলাদেশ ওরাওঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের শিক্ষা বিষয়ক সম্পাদক রনজিত মিনজি, অবসর প্রাপ্ত শিক্ষা কর্মকর্তা লগেন সরেন, নিয়ামতপুর উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, নিয়ামতপুর আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সোনাধন টুডু, সহকারি শিক্ষক বিপেন কুমার মিনজি, নকুল পাহান প্রমুখ।