গাজায় গণহত্যা বন্ধের দাবিতে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারে ১১ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর তাওহীদি মুসলিম জনতার ব্যানারে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজমুল হক নাজুর উদ্যোগে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারে ১১ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর তাওহীদি মুসলিম জনতার ব্যানারে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজমুল হক নাজুর উদ্যোগে, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে এবং ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা, শিবপুর বাজার মসজিদের সামনে একত্রিত হয়ে গণহত্যা বন্ধের দাবি ও দেশবাসীকে ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, শিবপুর জামে মসজিদের ইমাম নওশাদ আলী, বাঐচন্ডী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল সাত্তার টুটুল, প্রভাষক আব্দুল হাই, আল মামুনসহ আরো অনেকে।