নওগাঁয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা
নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে ন্যাশনাল এগ্রিকেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবুল কালাম আজাদ।
১২ ফেব্রুয়ারি বুধবার নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে ন্যাশনাল এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেড এর আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ খলিলুর রহমান, নওগাঁ রিজিওন রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো: লুৎফর রহমান, নওগাঁ টেরিটরি অফিসার মো: জাহিদুল ইসলাম ও মহাদেবপুর টেরিটরি অফিসার মো: নুর আলামীন সহ অন্যরা।
মতবিনিময় সভায়- কোন মৌসুমে ফল ও ফসলের কি ধরণের রোগ-বালাই হয়ে থাকে। এসব রোগ-বালাইক দমনে কি ধরণে কীটনাশক এবং কি পরিমাণ স্প্রে করতে হব সেসব বিষয়ে আলোচনা করা হয়।