নিয়ামতপুরবাসীকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও রেজাউল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) রেজাউল করিম নিয়ামতপুরবাসীকে আগাম ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) রেজাউল করিম নিয়ামতপুরবাসীকে আগাম ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ইউএনও রেজাউল করিম তার দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিককে বলেন ,”ঈদুল ফিতর আমাদের সকলের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা বয়ে আনে। এই পবিত্র দিনে আমরা সবাই যেন পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই।”
তিনি বলেন , “নিয়ামতপুরের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করি। ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ”তিনি নিয়ামতপুরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং নিরাপদ ও সুস্থভাবে উৎসব পালনের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, তিনি ঈদের দিনে গরীব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তার মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই ফুটে উঠবে যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ এই উৎসবে অংশ নিতে পারবেন।
তিনি আইনশৃঙ্খলার বিষয়ে বলেন, ঈদের সময় যাতে রাস্তা-ঘাটে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিশৃঙ্খলায় রূপ না নেয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। ঈদ মোবারক।