নিয়ামতপুরে গ্রামীন জনপদে দিনের বেলায় রহস্যজনক চুরি-জনমনে আতংক

নিয়ামতপুরে গ্রামীণ জনপদে ভর দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা বাড়ির তালা ভেঙে আট ভরি স্বর্ণ ও নগর দুই লক্ষ টাকা নিয়ে যায়

নিয়ামতপুরে গ্রামীন জনপদে দিনের বেলায় রহস্যজনক চুরি-জনমনে আতংক
প্রতীকী ছবি

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নিয়ামতপুরে গ্রামীণ জনপদে ভর দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা বাড়ির তালা ভেঙে আট ভরি স্বর্ণ ও নগর দুই লক্ষ টাকা নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের মনিমুল লাল্টু মাস্টারের বাড়িতে। এমন চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক নেমে এসেছে বাড়ীতে বাড়ীতে। চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু।

জানা যায়, ঘটনার দিন বাড়ির মালিক মুনিমূল ও তার স্ত্রী পাসপোর্ট গ্রহণের জন্য সকালে নওগাঁ পাসপোর্ট অফিসে যান। এ সুযোগেই চোরেরা নির্বিঘ্নে বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরের প্রবেশ করে তারা ঘরের আলমারির লকার ভেঙে নগদ ২ লক্ষ টাকা ও আটভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। 

দুপুর দেড়টার টার দিকে মণিমূল স্বস্ত্রীক বাড়িতে ফিরে দেখেন বাড়ীর বাহিরের দরজায় অন্যতালা লাগানো।এতে বিষয়টি সন্দেহজনক মনে হলে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন, শুধুমাত্র একটি ঘরের আলমারির লকার ভেঙ্গে সন্তানের চিকিৎসার জন্য রাখা ২ লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণা লঙ্কার চুরি হয়ে গেছে। চুরি শেষে চোরের দল পেছনের দরজা দিয়ে বেরিয় যায় এবং সেই দরজায়ও নতুন তালা লাগিয়ে চলে যায় তারা। ঘটনাটি পুলিশকে জানালে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভরদুপুরে সংঘটিত এ রহস্যজনক চুরির কোন ক্লু উদ্ধার করতে পারেনি এলাকাবাসী বা পুলিশ।