হৃদরোগে আক্রান্ত আলমগীর বাঁচতে চায়,অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা
সরকারের খাস খতিয়ানভুক্ত জমিতে মাটির বাড়িতে হাইস্কুলে পড়ার সময় পিতাকে হারান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃপেশায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আলমগীর কবির (৩০)। বসবাস করেন সরকারের খাস খতিয়ানভুক্ত জমিতে মাটির বাড়িতে। হাইস্কুলে পড়ার সময় পিতাকে হারান। অভাব অনটনের সংসার নিজ কাঁধে তুলে নেন। প্রাইভেট পড়িয়ে ছোট ভাই ও বোনের দায়িত্ব সামলাচ্ছিলেন। পড়াশোনা শেষ করে একটি বেসরকারি (কেজি) স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কয়েক মাস আগে বিয়েও করেছেন। ভালোই চলছিল দাম্পত্য জীবন।
হঠাৎ শারীরিক সমস্যায় ঢাকায় চিকিৎসা করাতে গেলে জানতে পারেন তিনি হৃদরোগে আক্রান্ত। পরিস্থিতিও জটিল পর্যায়ে চলে গেছে। চিকিৎসকরা খুব দ্রুত হার্টে একটি যন্ত্র ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার – ডেফিব্রিলেটর (আইসিডি / ICD) বসানোর পরামর্শ দিয়েছেন। যন্ত্র স্থাপন, অপারেশন সহ হাসপাতালের খরচ প্রায় ১০ লক্ষ টাকা। এই চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। ১০ শতক জায়গা ও গরু-ছাগল বিক্রি করে ২ লক্ষ টাকার ব্যবস্হা করেছেন। তাকে বাঁচানোর জন্য সমাজের বৃত্তবান ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
আলমগীর কবির উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঁজিরা (উপরপাড়া) এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
অসুস্থ আলমগীরের পাশে দাঁড়াতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিকাশ নম্বর- ০১৬০৩-৮৭৮৯১১ অথবা মার্কেন্টাইল ব্যাংক হিসাব নং- ১১৮১১২১১৯১৭৭৩৭২।