নিয়ামতপুরে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী
নওগাঁর নিয়ামতপুরে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে ৫২ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী দিনে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় শালবাড়ী উচ্চ বিদ্যালয় ও সাদাপুর-খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে শালবাড়ি উচ্চ বিদ্যালয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, বামইন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, শ্রীমন্তপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল মন্ডল সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।