নওগাঁয় সরিষা চাষে লাভমান কৃষকরা-মধু সংরক্ষণ করে বাড়তি আয়

নওগাঁ জেলা কৃষি উপযোগী একটি জেলা এই জেলায় সকল প্রকার কৃষি পুণ্য উৎপাদন হয়ে থাকে এ জেলার কৃষি পণ্য জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত হয়

নওগাঁয় সরিষা চাষে লাভমান কৃষকরা-মধু সংরক্ষণ করে বাড়তি আয়

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁ জেলা কৃষি উপযোগী একটি জেলা এই জেলায় সকল প্রকার কৃষি পুণ্য উৎপাদন হয়ে থাকে এ জেলার কৃষি পণ্য জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত হয় ।

জেলার বদলগাছী উপজেলায় সরিষার চাষে বাড়তি আয় করছে কৃষক একদিকে চাষ হচ্ছে সরিষা অপরদিকে ব্যস্ত মধু সংগ্রহে। সরিষা যেমন লাভজন ফসল ঠিক তেমনি লাভবান হচ্ছে মধু সংগ্রহে। বর্তমান সরিষা কাটা মারায় ব্যস্ততার সময় পার করছে উপজেলার কৃষকরা 

বিলাসবাড়ি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক মুসলিম হোসেন বলে। এ বছর যে কৃষকরা সরিষার চাষ করেছে তারা অনেক বুদ্ধিমানের কাজ করেছে। কারন এবছর আলুর দাম না থাকায় কৃষকদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে আর যে কৃষক সরিষা চাষ করেছে তারা ভালো লাভবান হতে পেরেছে

বদলগাছী সদর ইউনিয়নের আকিত্তি গ্রামের কৃষ শাকিল হোসেন বলে এবছর সরিষা চাষে লাভমান কৃষকরা আবহাওয়া ভালো থাকাই সরিষার ফলন ভালো হয়েছে প্রকারভেদ ৩ হাজার থেকে ৪ হাজার টাকা প্রতি মন দামে বাজারজাত হচ্ছে সরিষা।

আধাইপুর ইউনিয়নের কৃষক আফজাল হোসেন বলে সরিষা চাষ একটি লাভজন ফসল। অনেক কৃষক সরিষা খেতে মধু উৎপাদন করে বাড়তি আয় করছে একদিকে সরিষা উৎপাদন হচ্ছে অপরদিকে মধু সংরক্ষণ করে বাড়তি আয় করছে। মধু সংরক্ষণ করার কারণে প্রতিটা সরিষার ফুলে মৌমাছি বসতিছে মানে পরাগম হচ্ছে এই কারণে সরিষার ফলন তুলনামূলক অনেকটাই বৃদ্ধি পাচ্ছে

বদলগাছি উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন চলতি মৌসুমে ২ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে উল্লেখযোগ্য সরিষার জাত বারি সরিষা ১৪. বারি সরিষা ১৭. বিনা সরিষা ৪.বিনা সরিষা ৯. পাশাপাশি নতুন জাতের সরিষা কিছু জমিতে চাষ হয়েছে বারি সরিষা ১৮. বারি সরিষা ৯ ঠাটি. । গত মৌসুমের মত এই বছরও ফলন হয়েছে প্রতি বিঘা থেকে গরে ৬ থেকে ৭ মন হারে সরিষা উৎপাদন হয়েছে এবং বারি ১৪. জাতের সরিষা ৭ থেকে ৮ মন হারে হয়েছে  

সরিষা চাষে রোগ বালাই না থাকাই কীটনাশক ও ইউরিয়া সার তেমনটা ব্যবহার করতে হয় না সরিষার ফসল লাভজনক হাওয়াই সরিষার চাষে কৃষকরা আগ্রহ প্রকাশ করে ও পাশাপাশি সরিষা খেতে মধু উৎপাদন বৃদ্ধি পেয়েছে

বেশ কিছু কৃষকের হাতে মৌ বাক্স বিতরণ করা হয়েছে ও কিছু কৃষক নিজস্ব উদ্যোগে স্থাপিত মৌ বাক্সে মধু উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে আরো কিছুদিন মধু উৎপাদন চলবে মধু উৎপাদন থাকার কারণে সরিষা ফুলে পরাগম হচ্ছে ফলে পূর্বের তুলনায় সরিষার ফলন আরো বৃদ্ধি পাচ্ছে

সরিষা উৎপাদনে খরচ তুলনামূলক অনেকটাই কম ও উচ্চফলন পাচ্ছে এবং ভালো দামে সরিষা বাজার জাত হওয়ায় দিন দিন সরিষার চাষে ঝুকছে কৃষকরা পাশাপাশি মধু উৎপাদন করে ব্যার্তী আয় করছে কৃষক