ঢাকায় মহাজোটের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ-মহাদেবপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন
ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ১৪ অক্টোবর মঙ্গলবার নওগাঁর মহাদেবপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এ.বি.এস রতন নওগাঁ প্রতিনিধিঃ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে ১৪ অক্টোবর মঙ্গলবার নওগাঁর মহাদেবপুরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১ টায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার এমপিও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মোঃ বেলায়েত হোসেন এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন।শিক্ষক সানোয়ার হোসেন মানিক এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,কলেজ অধ্যক্ষ মোঃ মোবারক হোসেন,মাদ্রাসা শিক্ষক ভিপি এনামুল হক,শিক্ষক বারিকুর রহমান বারিক, শিক্ষক আমজাদ হোসেন,শিক্ষক সাহদাত হোসেন শান্ত প্রমুখ।
অপর দিকে শিক্ষকদের এ দাবীর প্রতি সমর্থন জানিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশি আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট, জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির রফিকুল ইসলাম রফিক,ইসলামী আন্দলোন বাংলাদেশ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি নাসির বিন আসগর,নওগাঁ জেলা এনসিপি সদস্য আমিনুল হক প্রমুখ।
এই মানববন্ধন শেষে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর কাছে এবিষয়ে একটি স্মরকলিপি প্রদান করেন।