নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক মতবিনিময় সভা
নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ‘ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠণ শীর্ষক’ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা মে) বিকেলে শহরের দূর্গাপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে নওগাঁ পশ্চিম অঞ্চল এলাকাবাসী এর আয়োজন করেন।
মত বিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সধারন সম্পাদক মাসুদ হাসান তুহিন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা ।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. কে. এম. ইকবাল, সরদার সাইফুল ইসলাম সাজু এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হাসান তুহিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সব মানুষকে নিয়ে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চান। একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন হবে। সেই লক্ষ্যে এ দেশের সাধারণ মানুষকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও নেতৃত্বে তার আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করি। সেই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই বিষয় অনুধাবন করে সামনের পথ চলতে হবে।