পুষ্প কেতন পত্রিকার লগো উন্মোচন ও পুষ্প কেতন সাহিত্য সংঘের কমিটি গঠন
নওগাঁয় সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ,স্লোগান নিয়ে ভিন্ন আঙ্গিকে সাহিত্য নির্ভর ত্রৈমাসিক পত্রিকা "পুষ্প কেতন" এর লোগো উন্মোচন ও নওগাঁ পুষ্প কেতন সাহিত্য সংঘ'র কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : নওগাঁয় সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ,স্লোগান নিয়ে ভিন্ন আঙ্গিকে সাহিত্য নির্ভর ত্রৈমাসিক পত্রিকা "পুষ্প কেতন" এর লোগো উন্মোচন ও নওগাঁ পুষ্প কেতন সাহিত্য সংঘ'র কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে শহরের মুক্তির মোড় সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় পার্কভিউ রেষ্টুরেন্ট এর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ রেসিডেনসিয়াল স্কুল এর শিক্ষক ও সাহিত্য অনুরাগী মাহবুব আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তি কবি সোবহান সেতু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিল্প সাহিত্যের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিল্প ও সাহিত্যমনা ব্যক্তি এবং দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান রবিউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, জনপ্রিয় যাযাবর ব্যান্ডের সংগীত শিল্পী খাদেমুল ইসলাম ক্যাপটেন, বিশিষ্ট ব্যবসায়ী এনাম হক, সাংবাদিক আব্দুল মান্নান, শাহাদৎ রাজীন সাগর,রুবেল হোসেন, মেহেদী হাসান অন্তর ও সজীব হোসেন, নাজমুল হক, সুমন আলী প্রমূখ।
অনুষ্ঠানে রবিউল ইসলাম বলেন, নওগাঁ থেকে সাহিত্য নির্ভর যে পত্রিকাটি প্রকাশিত হতে যাচ্ছে তা সত্যিই ভালো একটি উদ্যোগ। আমরা দিন দিন যেভাবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়ছি তা থেকে উত্তরণের পথ হতে পারে বইপড়া বা লেখালেখি করা। সবশেষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
শাহাদৎ রাজীন সাগর বলেন, পৃথিবী ঘোরার চাকরিটা যদি পেয়ে যেতাম, তাহলে পৃথিবীর রুপ বা হাজার মাইল দূরের কোন কুড়ে ঘরে বসবাস করা আধমরা বৃদ্ধার জীবনের রঙ্গরস আর হৃদয় বিদারক গল্প তুলে ধরতাম বইয়ের পাতায়। এটি আমার প্রবল ইচ্ছে, তবে বস্তবতা থেকে আমি বহুদূরে সেটি আমার অজানা নয়, আমি নজরুল বা রবীন্দ্রনাথ হতে তো পারবনা তবে লেখালেখির অদম্য চেষ্টার ফল স্বরুপ ছড়া, গল্প, অর্ধশতাধিক কবিতা অপ্রকাশিত থাকায় আমার প্রতিভা আজও অপ্রকাশিত। সাহিত্যের নৈপুণ্যতা প্রকাশের কোন জায়গাও পাইনি বা ইতিপূর্বে কোন সংগঠন সেই সুযোগ করে দেয়নি। নওগাঁ থেকে যে সাহিত্য নির্ভর পত্রিকাকাটি প্রকাশিত হতে যাচ্ছে তা আমার বা আমাদের মত সাহিত্য পাগলদের আত্মার খোরাক যোগাতে পারে।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু বলেন, আমরা শুরু করেছি তবে এমন কাজ একা সম্ভব নয়। আমাদের সাথে বেশ কয়েকজন গুনী ব্যক্তিরা জড়িত রয়েছেন যারা অত্যান্ত বিচক্ষণ। আশা করছি আমরা এগিয়ে যেতে পারবো। শেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় আনন্দ ঘন পরিবশের মধ্যদিয়ে পত্রিকাটির লগো উন্মোচন করা হয়। পরে "পুষ্প কেতন সাহিত্য সংঘ" নামের একটি সাহিত্য সংগঠনের কমিটি গঠন করা হয়। মাহবুব আলম বাবুকে সভাপতি এবং খোরশেদ আলম রাজুকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । সবশেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলের অংশগ্রহণে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।