চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নেশাজাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ও চকোপ্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি

চাঁপাই প্রেস প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন ও চকোপ্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার সীমান্ত পিলার ১৮০/১-এস হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের ভেতরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামে এ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল ছিয়াত্তর বিঘা গ্রামে অভিযান চালায়। অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ২ হাজার ৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন এবং ২৪ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়।




