পলাশবাড়ীতে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনীতি, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়। বিস্তারিত পড়ুন।
 
                                আশরাফুজ্জামান সরকার গাইবান্ধাঃ-পারিবারিক দ্বন্দ্ব-কলহের জেরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকারের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ উত্থাপনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শফিকুল ইসলাম পিয়ারার বিরুদ্ধে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভূক্তভোগী দুলাল সরকার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি আমাদের পারিবারিক দ্বন্দ্ব-কলহের জেরে প্রতিপক্ষ আমার নিকট আত্মীয় উপজেলা সদরের জামালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম পিয়ারা আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর লিখিত অভিযোগ গাইবান্ধা জেলা শ্রমিকদল বরাবরে জমা দিয়েছেন। যা সম্পূর্ণ 'মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।
তিনি বলেন, গত শুক্রবার আমার পারিবারিক একটি বিতর্কের বিষয়ে উদ্দেশ্য প্রনোদিতভাবে আমার নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ মিডিয়ায় তুলে ধরা হয়। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এবং আমি কখনোই এমন কিছু করিনি। তাই সকলের কাছে অনুরোধ রইল মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন, যাতে আমার সততা ও নৈতিকতা সকলের সামনে স্পষ্ট হয়।

তিনি আরো বলেন, প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলে দীর্ঘ ফ্যাসিবাদীর সময় হতে দায়িত্ব পালন করে আসছি। সকল বন্ধুগন ও মিডিয়ার লোকদের বলছি পারিবারিক ইস্যু দলীয় ক্যারিয়ারে কেউ সংযুক্ত করবেন না। আশাকরি দলীয় সুষ্ঠু তদন্তে আমার বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত্রের বিষয়টি স্পষ্ট হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সহসভাপতি শাহজালাল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সরোয়ার হোসেন হযরত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
