জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাচোল উপজেলা ও পৌর শাখার কর্মীসভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা ও পৌর শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নাচোল মহিলা কলেজ হলরুমে আয়োজিত এ সভায় নেতাকর্মীদের গগনভেদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবীর। তিনি বলেন-দেশ আজ ভয়াবহ সংকটে। গণতন্ত্র হরণ করে একদলীয় শাসন কায়েমের অপচেষ্টা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে রাজপথে আরো সোচ্চার হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামীউল হক সোহেল। তিনি বলেন
যে স্বপ্ন নিয়ে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই স্বপ্নকে ভেঙে দিতে সরকার নীলনকশা করছে। এই অপশাসন বন্ধ করতে হলে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে রণাঙ্গনের সৈনিক হয়ে মাঠে নামতে হবে।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব বাবর আলী রুমন। তিনি কঠোর ভাষায় বলেন-গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে সরকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মিথ্যা মামলা ও হয়রানিতে জড়িয়ে দিচ্ছে। কিন্তু কোনো দমন-পীড়নই আমাদের থামাতে পারবে না। আমরা জনগণের অধিকার আদায়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বর্তমান সরকারের অব্যাহত নির্যাতন, দুর্নীতি ও গণতন্ত্র হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান মুকুল। তিনি তার বক্তব্যে বলেন-নাচোলের মাটি বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির দুর্গ। এখানে কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা নেতাকর্মীদের নিয়ে মাঠে আছি, থাকব। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল সর্বদা জনগণের পাশে রয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাচোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সারোয়ার জাহান প্রিন্স, বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক, তনময় আহমেদ, নাচোল পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।