নাচোলে বিএনপির' কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ
নাচোল ইউনিয়ন বিএনপি কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
 
                                আবুল হোসেন,নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জমকালো আয়োজনে ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, নাচোল ইউনিয়ন বিএনপি কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২০শে জানুয়ারি বিকেলে উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদ চত্বরে, নাচোল উপজেলা শাখা কৃষক দলের আহ্বায়ক,শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের আহ্বায়ক, তসিকুল ইসলাম তসি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব দুরুল হোদা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি, মোসাদ্দেকুর রহমান, নাচোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সফিকুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রফেসর মোঃ আলাউদ্দিন, নেজামপুর ইউনিয়ন বিএনপি দলের সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন সহ আরো অনেকেই। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
