নাচোলে নারীদের সঙ্গে তথ্য আপার উঠান বৈঠক

নারীদের সঙ্গে তথ্য আপার উঠান বৈঠক

নাচোলে নারীদের সঙ্গে তথ্য আপার উঠান বৈঠক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারীদের সঙ্গে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কসবা ইউনিয়নের বদ্ধাই চন্ডিপুর আশ্রায়ণ প্রকল্পের সুবিধাভোগী নারীদের সঙ্গে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা তথ্য কেন্দ্র এ উঠান বৈঠকের আয়োজন করে। তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন।

এতে আরো বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন। উঠান বৈঠক সঞ্চালনা করেন তথ্য অফিসার দিলরুবা আক্তার।

এসময় তথ্য অফিসের সহকারী সমিজা খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন, ব্যল্যবিয়ে রোধ, পানির সমস্য নিরাসন, মাদক নির্মূলসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন করা হয়।