সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি নাচোলের সন্তান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি নাচোলের সন্তান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাচোল উপজেলা সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের ব্যানারে সোমবার বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার। এসময় বক্তব্য দেন- সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার বাণিজ্যিক প্রধান আবু তাহের খোকন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এ কে এম জিলানী, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি নাহিদ ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি সারোয়ার জাহান সুমন, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি জোহরুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ।

মানববন্ধন সঞ্চালনা করেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নাচোল প্রতিনিধি শাকিল রেজা।

মানববন্ধনে বক্তারা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে তা অবিলম্বে প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।