নাচোলে বিভাগীয় কমিশনারের সাথে সুধীজনের মতবিনিময় সভা
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন। তিনি নাচোল উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কার্যক্রম, সেবা প্রদান ও প্রশাসনিক চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন,“জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই প্রশাসনের মূল লক্ষ্য। উন্নয়ন কর্মকাণ্ডে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়বদ্ধতা থাকলে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। সকল কর্মকর্তা যদি নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা বহুগুণ বৃদ্ধি পাবে।” সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, তিনি বলেন-
“ভূমি সেবা সহজীকরণে আমরা কাজ করছি। সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।” এছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল পৌর বিএনপি'র সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব ও নাচোল পৌর আমির মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং শিক্ষার্থী প্রতিনিধি মেহেরুন নেসা মৌ প্রমুখ। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আবদুল্লাহ আল মামুন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভা শেষে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেন। বিকেলে তিনি রাওতাড়ায় ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা ঘুরে দেখেন এবং সংগ্রামী নারী নেত্রী ইলা মিত্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মতবিনিময় সভা শেষে উপস্থিত কর্মকর্তা ও জন প্রতিনিধিরা জানান,“বিভাগীয় কমিশনারের নির্দেশনা ও প্রেরণামূলক বক্তব্য মাঠপর্যায়ে প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন দিক নির্দেশনা ও উদ্দীপনা যোগ করবে।”.