চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী দুই ভাইয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত মিলন আলী (৬০) ও আলম আলী (৫৫) নামের দুই কর্মীর মৃত্যু হয়েছে।

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত মিলন আলী (৬০) ও আলম আলী (৫৫) নামের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইয়ের মৃত্যু হয়।
নিহত মিলন ও আলম নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মারকইল সাহাপুকুরের গ্রামের নওশেদ আলীর ছেলে। তারা চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আ. সালাম তুহিনের সমর্থক ছিলেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে মিলন ও আলম নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হন।