নাচোলে চুরি হওয়া গরু উদ্ধারসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া একটি গাভী গরু উদ্ধার করেছে পুলিশ

নাচোলে চুরি হওয়া গরু উদ্ধারসহ একজন আটক

নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরি হওয়া একটি গাভী গরু উদ্ধার করেছে পুলিশ। 

চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. তোফাজ্জল (৪০) নামের একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি জেলার নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে নাচোল মধ্যবাজার থেকে গাভীসহ তাকে আটক করা হয়।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে মাক্তাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. গোলাম মোস্তফা (৫৭) তার বাড়ির বাইরে বকনা ও গাভীসহ ৪টি গরুকে খড় খেতে দিয়ে এশার নামাজ আদায় করতে যান। রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন ৩টি গরু থাকলেও পেটে সাদা রংয়ের ১টি গাভী নেই। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা।

পরবর্তীতে গাভির মালিক নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত একটি লিখিত এজাহার দায়ের কররেন। এজাহারটি নাচোল থানা পুলিশ মাললা হিসেবে গ্রহণ করে। অনুসন্ধানের এক পর্যায়ে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নাচোল মধ্যবাজারের একজনের বাড়ির পিছন থেকে চুরি হওয়া গাভীসহ মো. গোলাম মোস্তফা আটক করা হয়।