নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত

তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে

নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ "তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণঢ্য র্্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন।  এছাড়া নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, তথ্য অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।