নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমানের সঙ্গে নাচোলের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা

নাচোলে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

আবুল হোসেন নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল–গোমস্তাপুর–ভোলাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমানের সঙ্গে নাচোলের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা সাড়ে ১১টায় নাচোল মধ্যবাজারস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে পৌর জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাচোল পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী সমন্বয়ক ইয়াহইয়া খালেদ এবং উপজেলা নায়েবে আমীর ডা. রফিকুল ইসলাম।

এ সময় উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন,

“একটি সৎ, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য জাতীয় সংসদে সৎ ও ঈমানদার প্রতিনিধি নির্বাচন করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থ বা লোভ নয়—দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ বিবেচনা করে যোগ্য প্রার্থী বেছে নিতে হবে।”তিনি আরও বলেন।

“দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে রাজনীতিতে আদর্শবান মানুষের বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে আপনারা জনগণকে সচেতন করতে বড় ভূমিকা রাখতে পারেন।” মতবিনিময় সভায় সাংবাদিকরা এলাকার সামগ্রিক উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং নৈতিক রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রার্থী ড. মিজানুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও জনগণের প্রত্যাশা পূরণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের মতবিনিময় সভা গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলে মত প্রকাশ