নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও অগ্নি নির্বাপণ মহড়ার মধ্য দিয়ে

আবুল হোসেন,নাচোল প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও অগ্নি নির্বাপণ মহড়ার মধ্য দিয়ে।
“পরিষ্কার হাত, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
র্যালির পুরো পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল—খাবার আগে ও পরে হাত ধোয়া আমাদের অভ্যাস,হাত ধুয়ে বাঁচাই জীবন,পরিচ্ছন্ন হাত মানেই সুস্থতা”—এসব স্লোগান।
র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের মাঝে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম। তিনি সাবান ও পরিষ্কার পানির মাধ্যমে ছয় ধাপে সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম শেখান।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাত ধোয়ার গুরুত্ব, জীবাণুর সংক্রমণ রোধ এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, ইউএইচএফপিএ প্রতিনিধি ডা. আতিক মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আল-আমিন, এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন—হাত ধোয়া কেবল একটি অভ্যাস নয়, এটি একটি জীবনরক্ষাকারী কার্যক্রম। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে আমরা অসংখ্য রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারি।”
তিনি আরও বলেন,আমাদের শিশুদের এখন থেকেই সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস শেখাতে হবে। বিদ্যালয়, পরিবার ও সমাজে যদি সবাই সচেতন হয়, তাহলে আমরা একটি সুস্থ ও রোগমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব।
সভায় বক্তারা বলেন, হাত ধোয়া একটি ছোট কাজ হলেও এর প্রভাব বিশাল। এতে ডায়রিয়া, সর্দি-কাশি, ফ্লু, এমনকি সংক্রামক রোগের সংক্রমণ অনেকাংশে কমে যায়।
অগ্নি নির্বাপণ মহড়া সবার দৃষ্টি কাড়ে
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নাচোল স্টেশন এর আয়োজনে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও মহড়া প্রদর্শন করা হয়।
স্টেশন কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের আগুন নেভানোর পদ্ধতি, প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার সময় আত্মরক্ষার উপায় দেখান।
এই মহড়ায় উপস্থিত দর্শকরা প্রশংসা করে বলেন, “এ ধরনের প্রশিক্ষণ জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।
দিনব্যাপী এই কর্মসূচিতে উপজেলা পরিষদ চত্বর ছিল উৎসবমুখর। শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য ও কর্মকর্তাদের উৎসাহে নাচোলজুড়ে ছড়িয়ে পড়ে স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা।
আয়োজকরা জানান, হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শুধু নিজের নয়, সমাজের সার্বিক স্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব। পুরো অনুষ্ঠানটি নাচোলবাসীর মাঝে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও মানবিক দায়িত্ববোধের অনুপ্রেরণা ছড়িয়ে দেয়।