‎হবিগঞ্জে নয় পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

‎হবিগঞ্জে বদলি হওয়া নয়জন পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে

‎হবিগঞ্জে নয় পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:‎হবিগঞ্জে বদলি হওয়া নয়জন পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার। বিদায়ী কর্মকর্তাদের মধ্যে জেলার আট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ট্রাফিক পরিদর্শক (অ্যাডমিন)সহ মোট নয়জন পুলিশ পরিদর্শক ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “তাঁরা হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সুনামের সঙ্গে কাজ করেছেন; জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

‎বিদায়ী কর্মকর্তারা হবিগঞ্জে দায়িত্ব পালনের সময় সহকর্মীদের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।