হবিগঞ্জে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

বাহুবলে টমটমযোগে গাঁজা পাচারকালে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

হবিগঞ্জে গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধিঃ বাহুবলে টমটমযোগে গাঁজা পাচারকালে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩ কেজি গাঁজাসহ টমটম গাড়ি জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৭টার দিকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট এলাকায় অভিযান চালায়। 

থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় চুনারুঘাটের ঘনশ্যামপুর ফিরোজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৮) ও দারাগাও বাগানের লক্ষিন্দর বকতির ছেলে শংকর বাকতি (১৮)কে গ্রেফতার করা হয়।

সেই সাথে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাজার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা এবং মাদক কাজে ব্যাবহৃত ১টি টমটম জব্দ করা হয়েছে।