চাঁপাইনবাবগঞ্জে অটোচার্জার গাড়ির ধাক্কায় এক শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জে অটোচার্জার গাড়ির ধাক্কায় এক শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জে অটোচার্জার গাড়ির ধাক্কায় নাফিসা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু ওই গ্রামের টুটুল আলীর মেয়ে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি-সুন্দরপুর আঞ্চলিক সড়কের নামোসুন্দরপুর খাকরাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সোমবার বিকালে নাফিসা নামোসুন্দরপুর খাকরাপাড়া এলাকায় সড়ক পার হচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে নাফিসাকে মৃত ঘোষণা করেন।
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।