শিবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের সময় আরিফ হোসেন নামে এক বাংলাদেশি আটক করেছে ৫৯ বিজিবি।

শিবগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশী আটক

শিবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশের সময় আরিফ হোসেন নামে এক বাংলাদেশি আটক করেছে ৫৯ বিজিবি। 

মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন বালিয়াদিঘী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। 

বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

আরিফ হোসেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী এলাকার সেলিম রেজার ছেলে। 

বিজিবি অধিনায়ক জানান,সীমান্তে নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা আরিফকে গ্রেফতার করে। যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।