বাঘায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলায় চলতি অর্থ বছরে রবি মৌসুমে চাষাবাদ ও ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ৭শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণেরব শুভ উদ্বোধন করা হয়।

বাঘা রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলায় চলতি অর্থ বছরে রবি মৌসুমে চাষাবাদ ও ফসল আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে ৭শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বীজ এবং রাসায়নিক সার বিতরণেরব শুভ উদ্বোধন করা হয়।
বুধবার(৩০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষিবিদ শফিউল্লাহ সুলতান জনি। এসময় উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার কৃষি অফিসার ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষিবিদ শফিউল্লাহ সুলতান জনি জানান,খরিপ ১/২০২৫-২৬ মৌসুমে পাট ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ৭শত ৫০ জন কৃষকদের মাঝে প্রথমদিনে ৫ কেজি করে ডেপ বীজ, ৫কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।