নাটোরে কার্গো ট্রাকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার-৩
নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদন: নাটোর জেলায় অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন:কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন গোপিনাথ কাশিরদাড়া এলাকার জবেদ আলীর ছেলে হোসেন আলী (৩৮),সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন পোতাজিয়া চালারপাড়ার মৃত এনায়েত আলীর ছেলে শরীফ ইসলাম (৩২),সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন পোতাজিয়া বাজারপাড়ার কাশেম প্রামানিকের ছেলে সবুজ আলী (২৭)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এর নেতৃত্বে নাটোর জেলার নাটোর সদর থানাধীন হয়বতপুর বনপাড়া হতে নাটোরগামী সড়কে একটি কার্গো ট্রাক তল্লাশী করলে সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।