রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক হুমায়ুন কবির।

গ্রেফতার ব্যক্তি: রাজশাহী আরএমপি দামকুড়া থানাধীন হরিপুর ভাটাপাড়া এলাকার মৃত আব্দুল জলিল আলীর ছেলে জয়নাল (৪৮)

বুধবার(১৫জানুয়ারী)বেলা ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের স্টাফ উপ-পরিদর্শক হুমায়ুন কবির এর নেতৃত্বে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর ভাটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়:জয়নাল একাধিক মাদক মামলায় অভিযুক্ত তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।