নিয়ামতপুরে এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে

নিয়ামতপুরে এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) দুপুরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী জাহিদুল ইসলাম, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান।আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সাজু, সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি রুহুল আমিন শেখ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রঞ্জিত কুমার, সদস্য জাকির হোসেন,রকিবুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনরা।

অনুষ্ঠানটি আয়োজন করেন নিয়ামতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও এশিয়ান টিভির নিয়ামতপুর প্রতিনিধি মো. রুহুল আমিন শেখ।

অনুষ্ঠানে বক্তারা এশিয়ান টিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে চ্যানেলটির আরও সফলতা কামনা করেন।