নাটোরে সুপারির বস্তায় ১৪ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকাল সাড়ে ছয়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে নাটোর সদর থানাধীন দিয়ার সাতুরিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে সুপারি ভর্তি একটি মিনি পিকআপ থেকে ১৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কবির মামুদ এলাকার আজিজার রহমানের ছেলে আকরাম হোসেন (২২) ও একই জেলার কবির মামুদ এলাকার মৃত আব্দুর আলীর ছেলে আজিজার রহমান আজিজ (৪২) এবং একই জেলার গজের খুঁটি এলাকার ইব্রাহীম আলীর ছেলে রিপন মিয়া লেবু (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নাটোর থানাধীন দিয়ার সাতুরিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে সুপারি ভর্তি একটি মিনি পিকআপ-কে তল্লাশী করলে সুপারির বস্তার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে