বিএনপির সদস্য সংগ্রহে আংগারিয়ায় উৎসবমুখর পরিবেশ

পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপির সদস্য সংগ্রহে আংগারিয়ায় উৎসবমুখর পরিবেশ

মোঃ সজিব সরদার ‎পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার(৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মহিবুল্লাহর সভাপতিত্বে ও নুরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান। সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু। সহসভাপতি আব্দুল জব্বার শিকদার ও আমির হোসেন হাওলাদার।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার। যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান নান্নু। যুগ্ম আহবায় মোঃ সহিদুল ইসলাম সহিদ সরদার। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহিদুল হক। সদস্য সচিব মাসুদ আলম মৃধা। তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার। ওলামা দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ। শ্রমিক দলের সদস্য সচিব ফারুক মৃধা। সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত প্রমুখ।

‎কর্মসূচিতে আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।