নূরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

নূরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

চাঁপাই প্রেস ডেস্ক:গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ(৩০ আগস্ট) শনিবার দুপুরে দিকে শহরের বিশ্বরোড মোড়ে এ কর্মসূচি পালন করে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সড়ক অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সড়কের দুইদিকে আটকা পড়ে বিভিন্ন যানবাহন ও ভোগান্তিতে পড়েন অনেকেই।পরে পুলিশ ঘটনাস্থলে এসে অনুরোধ করলে তারা অবরোধ তুলে নেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান মুঠোফোনে বলেন,সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের নেতাদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।