দুমকিতে নারীদের আত্মকর্মসংস্হানের লক্ষে সেলাই মেশিন উপহার
৩মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: নারীদের আত্মকর্মসংস্হান সৃষ্টির মাধ্যমে আর্থ -সামাজিক উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)'র সহযোগিতায় ও পল্লী সেবা সংঘ (পিএসএস)'র বাস্তবায়নে ৩মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুজর মোঃ ইজাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার, দুমকী, পটুয়াখালী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ, দুমকী থানা; মো. ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা, দুমকী উপজেলা; এবং জনাব মোঃ অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, দুমকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো. শহীদুল ইসলাম, সভাপতি, পল্লী সেবা সংঘ (পিএসএস)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন হোসাইন আহমেদ কবির, নির্বাহী পরিচালক, পিএসএস।
প্রশিক্ষণ শেষে ১৬ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত নারী মোসাঃ পপি অনুভূতি প্রকাশ করে বলেন, “আমরা প্রশিক্ষণ করে সেলাই মেশিন পেয়েছি, এতে আমরা খুবই খুশি। ভবিষ্যতে কাজ করে স্বাবলম্বী হতে চাই।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের কার্যক্রম নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সমাজ উন্নয়নে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া দরকার।
অনুষ্ঠানে বক্তারা নারীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং পিএসএস ও বিএনএফকে ধন্যবাদ জানান এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের জন্য।