সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন 

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন 

মোঃ সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক কল্যাণ তহবিল, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট এর আয়োজনে বুধবার ১৪ আগষ্ট দুপুর ১২ টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আধাঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশ নেন। সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহ সভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, সামিরুল ইসলাম, ডাঃ আব্দুল ওয়াদূদ আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ।