বুড়িচংয়ে আমানত ফেরতের দাবিতে মানববন্ধন
কুমিল্লার বুড়িচং উপজেলায় একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা
বুড়িচং প্রতিনিধিঃকুমিল্লার বুড়িচং উপজেলায় একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বুড়িচং উপজেলার এক্সিম ব্যাংক, বুড়িচং শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী কামাল হোসেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের পেনশনের টাকা, জমি বিক্রির অর্থ ও কষ্টার্জিত শেষ সম্বল ব্যাংকে আমানত হিসেবে রাখা হয়। অনেক পরিবার এই আমানতের লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা, চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহন করে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম-কানুন মেনে ব্যাংক পরিচালিত হয় বলেই সাধারণ মানুষ এসব ব্যাংকে আস্থা রেখে টাকা জমা রেখেছে।
তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তির সহায়তায় যারা ব্যাংকের অর্থ লুটপাট করেছে, তাদের শাস্তি না দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আমানত কর্তনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায়। এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
কামাল হোসেন বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে যাদের কোনো ব্যবসা-বাণিজ্য নেই, এমন অসহায় মানুষ ব্যাংকে আমানত রেখেছে। তাদের রাস্তায় নামতে বাধ্য না করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি তিনি অনুরোধ জানান। একই সঙ্গে রাষ্ট্রের আইন মেনে রাখা আমানত রাষ্ট্রের আইন মেনেই ফেরত দেওয়ার জোর দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিনিয়োগকারী সমীর রঞ্জন দেব, ব্যবসায়ী সমর মিত্র এবং বুড়িচং বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত আমানত ফেরতের দাবি জানান।




