কুমিল্লা -৫ আসন মাঠে সক্রিয় বিএনপি-জামায়াত

বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা -৫ আসন। ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ক্রয়োদশ নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে ওই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী কাজ। প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট

কুমিল্লা -৫ আসন মাঠে সক্রিয় বিএনপি-জামায়াত

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা -৫ আসন। ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ক্রয়োদশ নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে ওই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী কাজ।

প্রার্থীরা ভোটারের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট। নির্বাচনী এলাকার অনেক জায়গায় উঠান বৈঠকসহ সামাজিক অনুষ্ঠানে ব্যস্থ সময় অতিবাহিত করছেন প্রার্থীরা। 

বিএনপির প্রার্থী হাজী জসিম উদ্দিন মাঠে সক্রিয় বর্তমানে তিনি দিনরাত মাঠে ব্যস্ত—বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে তিনি ইতোমধ্যেই কয়েক দফা প্রচারণা চালিয়েছেন। তার প্রচারণায় এখন মূল স্লোগান—“আসন ফেরাতে ধানের শীষে ঐক্য চাই”।

বিএনপির ভেতরে সামান্য ভিন্নমত, ঐক্যের চেষ্টা অব্যাহত এদিকে বিএনপির আরেক অংশ, কুমিল্লা দঃ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি মনোনয়ন বঞ্চিত এটি এম মিজানুর রহমান' র অনুসারীরা এখনো মাঠে কিছুটা আলাদা অবস্থানে রয়েছেন। তারা দলীয় প্রার্থী হাজী জসিম উদ্দিনর আনুষ্ঠানিক প্রচারণায় না থাকলেও, নিজেদের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিভিন্ন সভা-সমাবেশ করছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে এই বিভাজন দূর হবে এবং নির্বাচনের আগে একক কৌশলে তারা ঐক্যবদ্ধ হবে।

জামায়াতে ইসলামী: তৃণমূলে ধীর গতির কিন্তু সক্রিয় এই আসনে জামায়াতে ইসলামী দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ড.মোবারক হোসেন, অনেক আগে থেকেই মাঠে নেমেছেন। হাট-বাজার, মসজিদ ও মহল্লা ঘুরে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন।এছাড়া এবি পার্টি ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া সহ অন্যান্য কয়েকটি দলও মাঠে রয়েছেন।