গোদাগাড়ীতে ১ কোটি ৬০ লাখ টাকার হেরোইনসহ ১জন গ্রেফতার
সবজি বাজারের ব্যাগে করে হেরোইন নিয়ে যাত্রীবাহী বাসে যাওয়ার পথে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জে সবজি বাজারের ব্যাগে করে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হেরোইন নিয়ে যাত্রীবাহী বাসে যাওয়ার পথে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫
শনিবার (১৯ আগাস্ট) রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড় (বাসস্ট্যান্ড সংলগ্ন) তৈমুর রহমানের মিষ্টির দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. ইমরান আলী (৩৩)। তিনি নাটোর জেলার সদর উপজেলার রমাইগাছি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গ্রেফতার ব্যক্তি যাত্রীবাহী বাসে সবজি বাজারের ব্যাগে করে হেরোইন নিয়ে যাচ্ছিলেন। এ সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা যাত্রীবাহী বাস তল্লাশি করে ইমরান আলীর কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম হেরোইনসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তির বসতবাড়ী নাটোর হলেও গত কয়েক মাস ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জে কাজ করেন। এর আগেও তার নামে আরো ৩টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় এক মাদক মামলা করা হয়েছে।