‎নবীগঞ্জে সংঘর্ষ পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা

নবীগঞ্জে সাম্প্রতিক গ্রাম সংঘর্ষের প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

‎নবীগঞ্জে সংঘর্ষ পরবর্তী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জে সাম্প্রতিক গ্রাম সংঘর্ষের প্রেক্ষাপটে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

‎সভায় সংঘর্ষে নিহতদের স্মরণে গভীর শোক প্রকাশ করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সভায় সিদ্ধান্ত হয়, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে আহ্বায়ক করে একটি সালিশ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৫ কর্মদিবসের মধ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে আপোষ-মীমাংসার উদ্যোগ গ্রহণ করবে এবং প্রতিবেদন উপজেলা প্রশাসনের কাছে দাখিল করবে।

‎এছাড়া, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষয়ক্ষতির হিসাব প্রণয়ন করে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়। উভয় পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে।

‎সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

‎সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন বলেন, "এই পরিস্থিতিকে ঘিরে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা না করে। প্রয়োজনে শালিশ কমিটিকেও জবাবদিহির আওতায় আনা হবে।

‎সভায় আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ হলেন- মো. শাহজাহান আলী, ড. আবুল ফতে ফাতাহ, মাওলানা আসজদ আহমেদ, মুজিবুর রহমান সেফু, সৈয়দ মুতিউর রহমান, মুনসুর আলী খান, অ্যাডভোকেট মো. আবু ফজল, ফখরুল ইসলাম কালাম, খালেদ আহমেদ পাঠান, মাওলানা আশরাফ আলী, সৈয়দ খালেদুর রহমান, আবুল হোসেন জীবন, বজলুর রশীদ, শিহাব আহমাদ চৌধুরী, সুয়েবুর রহমান, অ্যাডভোকেট মো. মোদ্দত, সাইদুল হক চৌধুরী সাদিক, সুহেল আহমদ, তনুজ রায়, শাহ্ আব্দুল খায়ের, সফিকুর রহমান, এসআর চৌধুরী সেলিম, জুয়েল, যুবরাজ গোপ প্রমুখ।

‎সভা শেষে নবীগঞ্জের গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

‎নবীগঞ্জবাসীর আশা, প্রশাসনের বাস্তবধর্মী উদ্যোগ ও সুধী সমাজের সক্রিয় অংশগ্রহণে খুব শিগগিরই এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরে আসবে।