চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে

চুয়াডাঙ্গায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হৃদয় আলী (২২) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে খাড়াগোদা বাজারে আমিরুল ইসলামের বাড়ির নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদে শাটারিংয়ের কাজ করছিলেন হৃদয়। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে অল্প সময়ের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহত হৃদয় আলী ওই ইউনিয়নের কালুপোল মাঝপাড়ার রায়হান আলীর ছেলে।

রাজমিস্ত্রীর প্রধান শহিদুল ইসলাম জানান,হৃদয় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। মাথা ও মুখে গুরুতর আঘাত পায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, “আহত অবস্থায় হাসপাতালে আনার সময়ই তার অবস্থা ছিল শঙ্কাজনক। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।বিকেল পর্যন্ত নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা ছিল।