সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩২ জন গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৬৩২ জন গ্রেফতার
সংগ্রহীত ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১২২ জন। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫১০ জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ. এইচ. এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ১২২ জন এবং অন্যান্য ৫১০ জন।

অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ানগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

চাঁপাই প্রেস/সূত্র_দৈনিক কালের কণ্ঠ