‎হবিগঞ্জে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে

‎হবিগঞ্জে ৩১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

স্বপন রবি দাশ হবিগঞ্জহবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালানো হয়।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেন। রাত ৩টার দিকে একটি ট্রাক পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে সেটি থামান। পরে ট্রাকটি তল্লাশি করে বালিভর্তি ট্রাকের ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়।

‎বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিরার মালিকানা কেউ স্বীকার করেননি। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা।

‎হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান তানজিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

‎তিনি আরও জানান, চোরাচালানকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।