হবিগঞ্জে যশোর ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার
হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র
স্বপন রবি দাস হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার দুপুরে র্যাব-৯ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৮ অক্টোবর যশোরের কোতুয়ালী থানার আশ্রম রোড এলাকায় জাহিদুল ইসলাম নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন। এ সময় বাগবিতন্ডার জের ধরে অপর ইজিবাইক চালক আশরাফুল ইসলাম তাকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করেন।
শাহ আলম বলেন,এই হত্যাকাণ্ডের পর আশরাফুল ইসলাম পালিয়ে হবিগঞ্জে চলে আসে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর র্যাব আশরাফুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি করছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে র্যাবের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।



