‎হবিগঞ্জে যশোর ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

‎হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র

‎হবিগঞ্জে যশোর ইজিবাইক চালক হত্যা মামলার আসামি গ্রেফতার

স্বপন রবি দাস হবিগঞ্জ প্রতিনিধি:‎ ‎হবিগঞ্জে আত্মগোপনে থাকা যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাব-৯ হবিগঞ্জের কোম্পানি কমান্ডার শাহ আলম এ তথ্য নিশ্চিত করেন।

‎র‍্যাব-৯ এর কোম্পানি কমান্ডার জানান, গত ১৮ অক্টোবর যশোরের কোতুয়ালী থানার আশ্রম রোড এলাকায় জাহিদুল ইসলাম নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন। এ সময় বাগবিতন্ডার জের ধরে অপর ইজিবাইক চালক আশরাফুল ইসলাম তাকে লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করেন।

‎শাহ আলম বলেন,এই হত্যাকাণ্ডের পর আশরাফুল ইসলাম পালিয়ে হবিগঞ্জে চলে আসে। বিষয়টি জানার পর বৃহস্পতিবার রাতে শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের পর র‍্যাব আশরাফুল ইসলামের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি করছে। মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে র‍্যাবের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।