অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান
বদলিজনিত কারণে হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নিলেন পুলিশ সুপার (এসপি) এন এম সাজেদুর রহমান
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:বদলিজনিত কারণে হবিগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব থেকে বিদায় নিলেন পুলিশ সুপার (এসপি) এন এম সাজেদুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা।

বিদায়ের মুহূর্তে সহকর্মীদের চোখে অশ্রু, কণ্ঠে কৃতজ্ঞতার সুর-সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক হৃদয়স্পর্শী বিদায়ে।
বিশেষ কল্যাণ সভায় বক্তব্য দেন বিদায়ী পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান।
তিনি বলেন,“হবিগঞ্জ জেলায় কর্মরত থাকা আমার জন্য এক বিশেষ গৌরবের বিষয়। এ জেলার মানুষ আন্তরিক, পরিশ্রমী ও ধর্মীয়–সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। একই সঙ্গে নাগরিকদের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সদা সচেষ্ট থেকেছি।
তিনি আরও বলেন,“জেলা পুলিশের সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পুলিশিংয়ের পাশাপাশি জনবান্ধব কার্যক্রমে জেলা পুলিশকে সম্পৃক্ত করতে পেরেছি-এটিই আমার সবচেয়ে বড় অর্জন।
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,“আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমার কর্মজীবনের সবচেয়ে বড় সম্পদ। নতুন কর্মস্থল কক্সবাজার জেলাতেও জনগণের নিরাপত্তা রক্ষায় নিজেকে উৎসর্গ করতে চাই-আপনাদের দোয়া প্রার্থনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার ওসি, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, ফোর্সসহ জেলা পুলিশের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
বিদায়ী পুলিশ সুপারের প্রতি সহকর্মীদের শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন বিদায় অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরে স্মরণীয় করে রাখে হবিগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে।



