‎হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের নতুন প্রার্থী-সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনীত

‎হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তন করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনীত করেছে।

‎হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের নতুন প্রার্থী-সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনীত

স্বপন রবি দাশ হবিগঞ্জ:হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তন করে সাংবাদিক অলিউল্লাহ নোমানকে মনোনীত করেছে।

‎জামায়াতের হবিগঞ্জ জেলা আমির মুখলেছুর রহমান নিজস্ব ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অলিউল্লাহ নোমান ভাইকে আমরা মনোনীত করেছি। আমি তাঁর পক্ষে কাজ করব। সকল নেতাকর্মী ও ভোটারদের কাছে অনুরোধ, তাঁকে ভোট দিয়ে বিজয়ী করুন।

‎নতুন প্রার্থীকে স্বাগত জানিয়ে ৩নং বহরা ইউনিয়নের জামায়াত সভাপতি নাহিদ হোসাইন বলেন, “দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা মেনে নিয়েছি। অলিউল্লাহ নোমান ভাই একজন সৎ, শিক্ষিত ও নীতিনিষ্ঠ মানুষ। এ আসনে তার জয় নিশ্চিত করতে আমরা মাঠে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ।

‎স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, নতুন প্রার্থী মনোনয়ন পেয়ে দলীয় কার্যক্রমে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনের জন্য এলাকায় প্রস্তুতি শুরু হয়েছে, এবং নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।

‎জানা যায়, অলিউল্লাহ নোমান সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, যা দলীয় নেতৃত্বের কাছে তাকে প্রার্থী হিসেবে উপযুক্ত প্রমাণ করেছে।