হবিগঞ্জে চোখ উপড়ে নেওয়া অবস্থায় মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
হবিগঞ্জ সদর উপজেলার রিচি এলাকায় নয় বছরের এক মাদ্রাসাছাত্রের মরদেহ চোখ উপড়ে নেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রিচি এলাকায় নয় বছরের এক মাদ্রাসাছাত্রের মরদেহ চোখ উপড়ে নেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম রাজি ইবনে মাহবুব। তিনি শহরের মাওলানা মাহবুবুর রহমানের ছেলে এবং রিচি মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এক শিক্ষকের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজি রিচি এলাকার দারুন নাজাত হিফজুল কুরআন মাদ্রাসার ছাত্র ছিল। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) আসরের নামাজের পর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে সদর থানার পুলিশ খোয়াই নদীর পাড়ে অভিযান চালিয়ে রাজির মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় শিশুটির দুই চোখ উপড়ে নেওয়া অবস্থায় পাওয়া যায়। এতে ঘটনাটি আরও রহস্যজনক ও মর্মান্তিক হয়ে উঠেছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “মরদেহ উদ্ধারের সময় চোখ কাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি জটিল মনে হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রাজির মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে,তারা ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়া চালাচ্ছে।
ঘটনার পর এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।




