‎চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে।

‎চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড ও জরিমানা

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের দায়ে সাতজনকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে।

‎বুধবার (২২ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

‎অভিযানে দুইজনকে এক বছর করে এবং আরও দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাতজনের কাছ থেকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় স্থানীয় নদী ও খাল থেকে অবৈধভাবে উত্তোলিত সিলিকা বালু উদ্ধার করা হয়।

‎দণ্ডপ্রাপ্ত ও জরিমানা প্রাপ্তদের হলেন-হলহলিয়া গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে মো. ফারুক মিয়া (৫৫) – ৫০,০০০ টাকা জরিমানা।

‎কাঠালবাড়ি গ্রামের সিরাজ মিয়া তালুকদারের ছেলে তাউজ মিয়া (৪১) – ৫০,০০০ টাকা জরিমানা।

‎খয়ের মিয়া তালুকদার (৩১) – এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

‎দেউন্দি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে আলী হায়দর (৫৮) – ৫০,০০০ টাকা জরিমানা।

‎মো. আইয়ুব আলীর ছেলে মো. জসিম উদ্দিন – এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

‎মাঝিশাইল গ্রামের আব্দুল গনির ছেলে মো. আবু সায়েম (৪৭) – এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

‎হলদিউড়া গ্রামের মৃত ডেঙ্গু খানের ছেলে মো. আব্দুর রউফ খান – এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।

‎উপজেলা প্রশাসন ও স্থানীয়রা এই রায়কে পরিবেশ রক্ষা এবং অবৈধ খনি কর্মকাণ্ড বন্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে মূল্যায়ন করছেন। উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না