আলমডাঙ্গায় কিশোরের প্রেমে পড়ে ভাগিয়ে নিলেন ৩০ বছরের গৃহবধূকে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামে অদ্ভুত ও চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে

আলমডাঙ্গায় কিশোরের প্রেমে পড়ে ভাগিয়ে নিলেন ৩০ বছরের গৃহবধূকে

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের দমদমা গ্রামে অদ্ভুত ও চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১৭ বছরের এক কিশোর দোকানের কর্মচারী, আর সেই দোকানের মালিকের ৩০ বছর বয়সী স্ত্রী—তাদের মধ্যে গোপন সম্পর্কের জেরে শেষ পর্যন্ত ঘটে নাটকীয় পালানোর ঘটনা।

স্থানীয়রা জানায়,কিছুদিন ধরে ডেকোরেটার ব্যবসায়ীর স্ত্রী ও তার দোকানের কর্মচারীর মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছিল। পরিবার বা আশপাশের কেউ বিষয়টি আঁচ করতে না পারলেও, সুযোগ বুঝে সম্প্রতি কিশোরটি গৃহবধূকে নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়।

পরবর্তীতে জানা যায়, শুধু পালিয়ে যাওয়া নয়কিশোরটি ওই গৃহবধূকে নিয়ে বিয়েও করেছেন, যা এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই দমদমা গ্রামে উৎসুক মানুষের ভিড় এবং তর্ক-বিতর্ক শুরু হয়েছে। বয়সের বড় পার্থক্য, সামাজিক বিব্রতকর পরিস্থিতি এবং আইনগত প্রশ্ন নিয়েও জনমনে আলোড়ন সৃষ্টি হয়েছে।

ঘটনার পর উভয় পরিবারের সদস্যরা বিব্রত অবস্থায় রয়েছেন। স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ থানায় জমা হয়নি।এমন অভাবনীয় ঘটনাটি দমদমা গ্রামসহ পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে।